


বাংলা ১৪৩২
বৈশাখী মেলা আয়ারল্যান্ড
গতবছর ডাবলিনে বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে আমরা প্রথমবারের মত আয়োজন করেছিলাম বৈশাখী মেলা। সারা আয়ারল্যান্ড থেকে অসংখ্য মানুষের অংশগ্রহনে মেলাটি হয়ে উঠেছিল জমজমাট। তার ধারাবাহিকতায় এবারও ২৭ এপ্রিল রবিবার আমরা ডাবলিনে আয়োজন করতে যাচ্ছি বৈশাখীমেলা আয়ারল্যান্ড। আপনাদের সক্রিয় অংশগ্রহনে ডাবলিনে আমরা তুলে আনব এক টুকরো বাংলাদেশ। আমরা যারা বিদেশ বিভুইয়ে দেশের বৈশাখ উদযাপনকে মিস করি, তারা খুজে পাব একটু শান্তি।
বরাবরের মত আমাদের এবারের আয়োজনটিতেও থাকছে ফ্রি এন্ট্রি, অর্থাত বৈশাখীমেলাতে অংশ নিতে কাউকে কোন অর্থ দিতে হবে না। তবে কেউ যদি ঐচ্ছিক ভাবে ছোট্ট কন্ট্রিবিউশন করে সাথে থাকতে চান তাহলে কন্ট্রিবিউশন বাটনে ক্লিক করে যথাসাধ্য কন্ট্রিবিউট করতে পারেন।

