স্টল বুকিং
মেলাতে বিভিন্ন প্রকার স্টল দেয়া যাবে। যেমন, খাবারের স্টল, কাপড়ের স্টল, অলংকারের স্টল, হ্যান্ডিক্রাফটের স্টল, ফেইস পেইন্টিং ও হেনা ডিজাইন স্টল ইত্যাদি।
সর্বমোর্ট ১০ টি স্টল আগে পাবেন ভিত্তিতে স্টল বুকিং নেয়া হবে। স্টলের বুকিং ফিস ৫০ ইউরো। যারা স্টল দিতে চান তারা নিচের ফর্মটি পুরন করুন এবং তারপর নিচের পেমেন্ট লিংককে গিয়ে বুকিং ফিস প্রদান করুন।
অথবা Revault এ দিতে চাইলে 0867308735 নাম্বারে দিতে পারবেন